গ্রাম এর চোরেরা ঐতিহ্য ধরে রাখছে

২৪১

মতবল উত্তর প্রতিনিধি,ডেস্ক রিপোর্ট: চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮ নং ওয়ার্ড এর ঢালী কান্দি গ্রামে গত রাতে প্রায় ৭/৮ ঘরে পুরানো কৌশলে ঘরের মাটি কেটে (সিধ কেটে) চোর ঢুকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণ অলংকার, জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়।

আদিম কাল থেকেই এই ধরনের চোর গুলো এই পন্থায় চুরি করে আসছে। তারা কয়েকজন মিলে রাতের আধারে শরীলে তেল মেখে এই কাজ করে,বিগত দিনে চোর ধরার পর জনগন তা বুঝতে পারে।সেই ঐতিহ্য এখনো ধরে রেখেছে তারা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত কয়েক বছরে প্রায় অনেক গ্রামে এই ধরনের ঘটনা ঘটেছে। তাই তাদের দাবি এই সকল চোর দের খুঁজে আইনের আওতায় আনা হউক।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.