গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরে টিআর কবিটার নগদ অর্থ প্রদান

২০০

ওমর ফারুক, নীলফামারী প্রতিনিধিঃ রক্ষণশীল সংরক্ষণশীল এ যেন সুস্থতা সবার মাঝে সম্পদের সঠিক ব্যবহার, সমাজিক উন্নয়নে সকলের ঐক্যবদ্ধতায় গ্রামীণ জনপদের চিরন্তন সারবস্তুর। নীলফামারী ২ আসনের মাননীয় জাতীয় সংসদ জনাব আসাদুজ্জামান নূর মহোদয়ের নিবার্চনী এলাকায় (আজ ৯ জুন বুধবার সকাল ১১ টায় নীলফামরী সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পঞ্চপুকুরে)- ২০২০-২০২১ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর ও কাবিটা ৩য় ও ৪র্থ পর্যায়ের প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে সরাসরি জনগনের মা‌ঝে প্র‌তি‌টি প্রক‌ল্পের কা‌বিটা অ‌র্থের প‌রিমান ৩,৫৮,১২৮ টাকা এবং প্র‌তি‌টি প্রক‌ল্পের টিআর অ‌র্থের প‌রিমান ৪৫,০০০ টাকা সেই সা‌থে দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে নগদ অর্থের চিঠি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব ওয়াদুদ রহমান। জনাব হবিবর রহমান সরকার,চেয়ারম্যান, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ। জনাব রুহুল আমিন সরকার সাবেক চেয়ারম্যান, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ।
আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম সরকার সাবেক চেয়ারম্যান, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ। জনাব আশরাফুজ্জামান জুয়েল,অধ্যক্ষ,পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজ। জনাব আলি হোসেন আলী, সাধারণ সম্পাদক, পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব তহিদুর রহমান লিখন শাহ্, সাবেক সাধারণ সম্পাদক, পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব আসাদুজ্জামান, সভাপতি, পঞ্চপুকুর ইউনিয়ন আওয়ামী লীগ।
জনাব সোহাগ সরকার, সহ-সভাপতি, জেলা ছাত্রলীগ,নীলফামারী সহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ,

এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য আলোচনায় বক্তব্যরা পরামর্শ ও মতামত আকারে তারা বলেন -বিশ্ব এখন অনেক এগিয়ে সকলদিক বিবেচনায় দেশের জন্য উন্নত পরিবর্তন, নতুন নতুন চিন্তা গবেষণা, সেবামূলক সামাজিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগে তথ্যসেবা কার্যক্রম, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে সকলের অংশগ্রহণ, রপ্তানি প্রক্রিয়া উন্নয়ন, বিভিন্ন সংস্থার শীর্ষ নেতৃত্বে টেকসই কর্মপরিকল্পনা, নতুন সমতায় জেন্ডার-ইকুয়ালিটি। তাই প্রয়োজন উন্মুক্তভাবে ভেদাভেদ ভুলে একযোগে এগিয়ে আসা জরুরী।

তারেই অংশ হিসেবে চলমান গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কবিটা প্রকল্প গুলো ব্যাপক ভুমিকার দাবিদার বলে মনে করেন উল্লেখিত ব্যক্তগণ।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.