গোপালগঞ্জে লকডাউনে পুলিশ কঠোর অবস্থানে।

৪৪৯

 

শান্তনু রায়,জেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ

“কঠোর লকডাউনে” প্রথম দিন গোপালগঞ্জ ছিল কার্যত ফাঁকা মানুষ খুব বেশি একটা ঘর থেকে বের হয়নি। পুলিশ সদস্যদের গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে। গোপালগঞ্জ জেলার অন্য জেলার সীমান্তে অবস্থিত প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, কার্যকর রয়েছে থানা তদন্ত কেন্দ্র,ফাড়ি,ক্যাম্প, ট্রাফিক সহ অন্যান্য ইউনিটের বিবিধটিম। সমগ্র কার্যক্রম যথাযথভাবে কার্যকর ও নিশ্চিত করতে মাঠে পৌঁছেছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,পিটিএম সহ জেলার পুলিশের সকল সদস্যবৃন্দ। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল প্রদান করেছে।

গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের করোনা পরিক্ষা করে ৯৪ জন সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫০৪৯ জন এবং মাড়া গিছে ৫৫ জন।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.