গোপালগঞ্জে কৃষকের শতশত বিঘার জমির ধান নষ্ট

২৫

শান্তনু রায়,উপজেলা প্রতিনিধি,গোপালগঞ্জঃ গত ৪ এপ্রিল, রবিবার রাত সাড়ে ১১টার দিক প্রায় ৩০ মিনিট এর মত গরম ঝড়ো হাওয়া বয়ে যায় পরদিন সকালে কৃষকরা তাদের ফসল লক্ষ্য করলে দেখে জমির ধান সবুজ বর্ন থেকে সাদাটে হয়ে গিয়েছে এবং ধানের শীষ সব চিটায় পরিনত হয়ে গিয়েছে। কেবল মাএ যে ধরনের ধানের শীষে ‘দুধ’এসেছে সেই ধান গুলিই সব চিটায় পরিনত হয়েছে।

গোপালগঞ্জ কৃষি কর্মকর্তারা জানিয়াছেন লু হাওয়ার কারনে এ ঘটনা ঘটেছে। গোপালগঞ্জের বেশ কয়েকটি জেল-উপজেলায় ঠিক একই ভাবে শত শত বিঘার জমির ধান এভাবে নষ্ট হয়েছে।

মাথায় যেনো আকাশ ভেঙ্গে পরেছে গরিব কৃষকদের।কষ্টের ফসল এভাবে রাতারাতির মধ্য নষ্ট হওয়াতে দু:খে আত্মহারা হয়ে পড়েছে গরিব কৃষকরা। আর এতে কৃষকের কোটি কোটি টাকার সম্মুখীন হতে হয়ছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.