গোপালগঞ্জে ওজনে বিক্রি হচ্ছে তরমুজ বিপাকে ক্রেতারা।

৪০

 

শান্তনু রায়, উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জে ওজনে বিক্রি হচ্ছে তরমুজ বিক্রেতারা লাভবান হলেও ঠকছে ক্রেতারা। ৫০ থেকে ৫৫ টাকা ও ভালো মানের তরমুজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা সে হিসেবে প্রতিটা তরমুজের দাম পড়ছে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা। আর ইন্ডিয়ান কালো তরমুজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

গোপালগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে ৭ থেকে ১০ কেজি ওজনের তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ৬০ টাকা দরে।

ক্রেতারা জানিয়েছেন, গত বছরও আমরা পিস প্রতি তরমুজ কিনেছি দরদাম করে কিন্তু এ বছর কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। বাজার ঘুরে চাহিদামত কিনতে পারছিনা তরমুজ। নিম্নবিত্তের ক্রেতারা জানিয়েছে শুধু দেখা ছাড়া উপায় নেই এখন এটা গরীবের নয় ধনীদের শুধু বিলাসিতা। দাম নিয়ে নানান অজুহাত দেখাচ্ছে বিক্রেতারা।

ক্রেতাদের দাবি কয়েকটি জেলায় কেজি দরে তরমুজ বিক্রি বন্ধ হয়েছে, আমরাও চাই আমাদের গোপালগঞ্জ জেলার প্রতিটা হাট-বাজারে কেজি দরে তরমুজ বেচা বন্ধ হোক।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.