গুরুত্ব সহকারে বরিশালে মানা হচ্ছে দ্বিতীয় দফা লকডাউন

৩১

জাকারিয়া মাহমুদ প্রিন্স,জেলা প্রতিনিধি বরিশাল: দ্বিতীয় দফায় গুরত্ব সহকারে সারা দেশের সাথে বরিশালেও শুরু হয়েছে সাত দিনের কঠোর লকডাউন। অধ্য বুধবার দিনের শুরুতেই বরিশালে যথার্থভাবে মানা হচ্ছে লকডাউন। সকাল থেকে জরুরী প্রয়োজন ছাড়া জনসাধারণ কে রাস্তায় নামতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে জরুরী পরিসেবা ব্যতীত বন্ধ রয়েছে সব ধরণের বিপনি বিতান ও গণপরিবহন চলাচল। শহর জুড়ে নিরবতা বিরাজ করছে। যাদের একান্ত প্রয়োজন বা জরুরী চিকিৎসা সেবা নিতেও মানুষদের গন্তব্যে পায়ে হেঁটে পৌঁছতে দেখা গেছে। কোথাও কোথাও সীমিত পরিসরে রিকশা মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে তাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে।

কোতোয়ালী মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, করোনার ভয়াবহতায় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বরিশাল মেট্রোপলিটন পুলিশ মাঠে কাজ করছেন।
মানুষ যাতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়, সেদিকে পুলিশ লক্ষ্য রাখছে। এবং সবাইকে নিজ থেকে সচেতন হতে বলেছেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.