খেয়াঘাটে সাধারন মানুষের উপচে পড়া ভীড়, স্বাস্থ্যবিধি মানছেন না কেউ

১৬

জিন্নাত হাসান(মুলাদী প্রতিনিধি): মুলাদীর নাজিরপুরে হোসনাবাদ খেয়াঘাটে জনসাধারণের ভিড়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে হোসনাবাদ বাজারে সবাই ঈদের বাজার করতে যাওয়া আসা করেন। প্রতিদিন বহু মানুষ এই বাজারে ঈদ বাজার করতে যাওয়া আসা করেন। তাই হোসনাবাদ খেয়া পার হয়ে বাজারে যাইতে হয়।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারাদেশে লকডাউন থাকলে হোসনাবাদ বাজারে কোনো স্বাস্থ্যবিধি সতর্কতা না মেনে বেচাকেনা করছে দোকানগুলো। আর সাধারণ মানুষেরা ও মানছে না কোনো স্বাস্থ্য বিধি নিয়মকানুন। তবে করোনা মহামারির কারণে খেয়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তবে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই যাত্রীদের পারাপার করছে টলার চালক। অতিরিক্ত পারাপার করা হচ্ছে কিন্তু ভাড়া ও বেশি রাখছে। এদিকে ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের অভিযোগ।

গতকাল হোসনাবাদ খেয়াঘাটে ঈদ বাজার করতে যাওয়া মানুষের উপচে পড়া ভিড়, কোনো ধরনের স্বাস্থ্য বিধি না মেনেই যাত্রীদের পারাপার করা হচ্ছে খেয়াঘাটে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.