ক্যান্ডিতে তিন সেশনেই টাইগারদের শ্বাসন-শান্তর প্রথম সেঞ্চুরি

৯৭

সঞ্জয় বৈরাগী,খেলা ডেস্ক: তামিমের নব্বইয়ের পর নাজমুল শান্তর সেঞ্চুরি, ক্যান্ডি টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেলে সংগ্রহ ২ উইকেটে ৩০২ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরে সাইফ হাসান, তামিম সাবলীলভাবে ব্যাট করে তার ২৯ ত্বম ফিফটি তুলে নেন। মুশফিককে টপকে টেস্টে দেশের সর্বাধিক রানের মালিক এখন তামিম। তামিমকে যোগ্য সঙ্গ দেন নাজমুল শান্ত তাঁর ব্যাটেও ফিফটি। সেঞ্চুরির পথে থাকা তামিম ৯০ রানে আউট হন। তামিমের আক্ষেপ থেকে শিক্ষা নিয়ে টেস্ট মেজাজে খেলেছেন শান্ত, ২৩৬ বলে তার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন। ফিফটি করেছেন অধিনায়ক মমিনুল।

50% LikesVS
50% Dislikes
২ Comments
  1. Md.Shaidul Islam says

    বিস্তারিত লেখার চেস্টা করেন।

    1. Editor says

      ধন্যবাদ, সাহসী কন্ঠের সঙ্গেই থাকুন।

Leave A Reply

Your email address will not be published.