কুড়িগ্রামে নদী ভাঙনের কবলে পড়া মানুষের দূর্ভোগ

২৩৭

 

ফারুক হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চর,চিলমারীর ব্রক্ষপুত্র,যাত্রাপুর ইউনিয়নের দূতকুমর নদের ভাঙন চলমান।অল্প কিছুদিনের মধেই প্রায়ই ১০০ টিরও বেশি পরিবার ভাঙনের কবলে পড়ে।তাদের মাথা গুজানোর কোন ঠাই নাই।তারা আজ কোথায় যাবে।এটা এমন একটা সময়, যে সময় সারা বাংলাদেশে ভয়ঙ্কর করোনা ভাইরাসের কবলে।চলছে ৭ দিনের লকডাউন।

এমন সময় কাজ করার কোন উপায় নাই।এ সময়েই নদী ভাঙনের ফলে ঘরবাড়ি নদীতে হারিয়ে গেছে।অন্য এলাকার চেয়ে বড় বিপদে আছে ধরলা নদীর পাড় ঘেসা ইউনিয়ন ভোগডাঙ্গা।কুড়িগ্রাম টু ভুরুঙ্গামারী সড়কের কাছাকাছি।এসময় পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জোতি প্রসাদ ঘোষ,তত্বাবধায়ক আব্দুর সহীদ,কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।তারা আমাদের জানিয়েছেন সব জায়গায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.