কুড়িগ্রামের লোকজন লকডাউন মানছে না

৩১

ফারুক হোসাইন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে চলছে লকডাউন। লকডাউনের প্রথম দিন (৫ এপ্রিল) সোমবার শহরের বিভিন্ন জায়গায় দেখা গেছে দোকান, রেস্টুরেন্ট এবং মার্কেটগুলো বন্ধ। কিন্তু গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও কিছু কিছু যাত্রীবাহী দূরপাল্লার বাস শহরে প্রবেশ করছে। পাশাপাশি জিএস, ট্রাক্টর-অটোরিকশা এবং প্রাইভেট গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। অন্যদিকে কাঁচা বাজারগুলো খোলা জায়গায় চালুর কথা থাকলেও বাজারগুলো পূর্বের মত বাজারে নির্দিষ্ট জায়গায় রয়েছে। ঔষধের দোকান, ফ্লেক্সিলোডের দোকানে, গালামালের দোকান ও খোলা রয়েছে। কুড়িগ্রাম জেলা সদরের কলেজ মোড়ে রিকশাওয়ালাদের সিট কভার খুলে নেওয়ায় প্রতিবাদও দেখা গেছে।

আমরা কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)খান মূহম্মদ শাহরিয়ার এর কাছে জানতে চাইলে তিনি জানান, লকডাউন এর ভিতরে গণপরিবহন বন্ধ থাকবে এমন নির্দেশনা পেয়েছি আমরা। বারবার মাইকিং করার পরেও লোকজন কথা শুনছেন না। তাই আমরা বাধ্য হয়ে সিট গুলো খুলে নিয়েছে।লকডাউন এর পরে সব সীট ফেরত দেওয়া হবে। এদিকে লকডাউনের সরকারি নির্দেশনা মানাতে স্থানীয় প্রশাসন টহল জোরদার এর পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাতে দেখা গেছে। লকডাউনে বিষয়ে জেলা প্রশাসকের জানার জন্য জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম এর সাথে যোগাযোগ করতে পারিনি তিনি ব্যস্ত থাকায়।।।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.