করোনা মহামারির ২য় ঢেউ মোকাবিলায় বাসদের সংবাদ সম্মেলন

৩২

নিলীমা জাহান,ডেক্স রিপোর্ট,বরিশাল: করোনা মহামারির ২য় ঢেউ মোকাবিলায় বাসদের সংবাদ সম্মেলন। আজ ৪ এপ্রিল২১ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার উদ্যোগে করোনা মহামারির ২য় ঢেউ মোকাবেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা ফকিরবাড়ি রোডস্থ কার্যালয়ে।

সংবাদ সম্মেলনে করোনাকালীন সময়ে পূর্বের ন্যায় এবারেও চিকিৎসা সেবা,অক্সিজেন সিলিন্ডার,অক্সিমিটার,ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস ও খাদ্য বিতরনের উদ্যোগ নিয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করবে বলে জানা গেছে। এছাড়া ২৪ঘন্টা হেল্প ডেক্স চালু করেছে এই লগডাউন কালে।
যেকোন প্রয়োজনে জনসাধারনের জন্য এই সেবা চালু রাখবে বলে জানিয়েছে বাসদ সদস্য সচিব ডাঃমনীষা চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে বাসদ জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, শ্রমিক নেতা জাহাঙ্গির হোসেন দিদার সহ জেলা ও মহানগর ছাত্র ফ্রন্ট ও বাসদ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ দাবি করেছেন এই লগডাউন কালে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার মান উন্নয়নে মনযোগী হওয়া ও চিকিৎসাকেন্দ্রে করোনা ইউনিটে পর্যাপ্ত বেড বরাদ্ধ করার।।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.