করোনায় করনীয়

১৬

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

করোনায় করণীয় কি?
এসো মোরা বলি,
অধিকতর সচেতনতায়,
যেন মোরা চলি৷

একজন হতে অন্য,
রাখি বজায় দুরত্ব,
দেশ হতে বিদেশ,
যেথায় যাব সর্বত্র৷

ঘর কিবা বাইরে,
দুরত্ব রাখি সব জায়গায়,
তিন ফুট হবে তা,
রাখব সবাই বজায়৷

মুখে রাখব মাস্ক,
সদা সর্বদা,
ছোট বড় সকলের,
নিয়ম নয় আধা৷

বাহির হতে যখনি ফিরব,
আমরা সবাই ঘরে,
হাত দু”খান সাবান দিয়ে,
ধুয়ে নিব বিশ সেকেন্ড ধরে৷

অপ্রয়োজনে ঘরে বাইরে,
আমরা কেউ যাব না,
করোনা থেকে বাঁচার তাগিদে,
মেনে চলব এ কঠোর নির্দেশনা৷

স্বাস্থ্যবিধি মেনে চলব পুরোপুরি,
নিজেকে রাখব নিরাপদ,
আপনজনদের ও কেটে যাবে বিপদ,
অতি শীঘ্রই বিদায় হবে এ আপদ৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.