কবি সাহিত্যিক

১২৮

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

কবি এলো,সাহিত্যিক এলো,
কলম খাতার গন্ধে,
সারা পৃথিবী মুগ্ধ করলো,
মন মাতানো ছন্দে৷

তাদের অনেকই নাইকো এখন,
রেখে গেছেন স্মৃতি,
মোরা যারা নতুন এখন,
জানাই তাদের অগাধ প্রীতি৷

বই পুস্তকে পাহাড় তুললো,
ঘুরে ভিন্ন কল্পে,
বিশ্ব জুড়ে খ্যাতি কুড়ালো,
মনের ভাবনায় কবিতা আর গল্পে৷

কবি সাহিত্যিক জ্ঞানী গুণী,
সহজ সরল মন,
লেখনীতে প্রকাশ করে,
মনে স্থান দেয় সর্বজন৷

আকাশ সম ভাবনা তাদের,
পাতালপুরের রূপ,
সদা চলে একা একা,
চিত্ত বড়ই অপরূপ৷

এমন ভাবনা করে তারা,
একা একাই বুলে,
আকাশটাকে হাতের মুঠো,
ভাবনায় নেয় যে তুলে৷

কলের চাকা ঘুরায় তারা,
হাতের মুঠো নিয়ে,
বাগবাগিচায় ঘুমায় তারা,
স্বপ্ন দেখে শুয়ে৷

মস্ত বড় পন্ডিত তারা,
ক্ষুদ্র জ্ঞানেও হয়,
নজরুল,রবীন্দ্রনাথ,
ম্রষ্টা দিয়েছে জয়৷

পল্লী বাংলা ঘুরে যারা,
পল্লী কবি হয়,
মনের ভাবনায় লিখে যায়,
তারাই আসল লোকে কয়৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.