কবিয়াল

৩৩

লেখক: ম. জসিম উদ্দিন।

আমার পিতা একজন প্রান্তিক চাষি,
পূর্বপুরুষের জমিনে তার কাব্য চাষ হতো,
সবুজ-শ্যামল প্রান্তর জুড়ে ছিল তার দিন রাত
পুরাতাত্ত্বিক লাঙল-জোয়াল;
যুগে যুগে শুধু হয়েছে হাত বদল
অতঃপর আমার পিতা,
তারপর আর কেউ নেই অবশিষ্ট,
আজ আমি নাগরিক কবিয়াল!
বিবেকের কাছে অহর্নিশ প্রশ্ন,
“আমি কি ক্ষমার অযোগ্য অপরাধ করেছি?”

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.