কবিতা: রোজা

৩৬

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)

রোজা এলো ঘরে ঘরে,
মন গেলো আনন্দে ভরে৷
আছে কাঁধে পাপের বোঝা,
ক্ষমা চেয়ে করব সোজা৷

ত্রিশ দিনে ত্রিশ রোজা,
অতি সহজ পুন্য খোঁজা৷
ত্রিশ ফরজে প্রভু ভক্তি,
প্রভু দিবে স্বয়ং এ শক্তি৷

রোজা করব রোজ রোজ
যদিও বা হয় দেহ ন্যুজ৷
পাপের বাঁধ হবে ভেঙ্গে চূর্ণ,
ঠিক ত্রিশ রোজা হলে পূর্ণ৷

নামাজ পড়ব, কুরআন পড়ব,
মুক্ত হস্তে দানখয়রাত করব৷
ফকির মিসকিন অসহায় দেখলে,
বুকের মাঝে টানব দুহাত মেলে৷

হিংসা বিদ্বেষ রেষারেষী অহংকার,
রোজা রেখে মুছে যাক সবার৷
সুদ ঘুষ অসৎ উপার্জন কুমন্ত্রনা,
রোজা রেখে সরে যাক জীবনের যন্ত্রনা৷

পাপরাশি ক্ষমাতে পবিত্রতার চেষ্টা,
রোজায় মিটাক প্রভু আত্মার তেষ্টা৷
আসুক বয়ে সবার জীবনে পরম তুষ্টি,
রোজা করো কবুল, মোরা তোমার সৃষ্টি৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.