কবিতা: রোজাদার

৩৫

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

রোজাদার মনে প্রাণে আল্লাহকে করে ভয়,
সুবেহ সাদিক থেকে সুর্যাস্ত পানাহারে বিরত রয়৷
সকল প্রকার দুষ্কর্ম,পাপ হতে থাকে সংযত,
অল্প কথা,অল্প ঘুম,অল্প আহার,রোজাদারের গুন বাড়ে তত৷

রোজাদার পাপমুক্ত জীবন গঠনে হয় ব্রতী,
এগারটি মাসের চেয়ে রমজান মাসের ভিন্ন রীতি৷
মুমিন মুসলমান সদা থাকে মগ্ন অর্জন তাকওয়ায়,
রোজাদার আত্মশুদ্ধি চায় ক্ষমা ও তওবায়৷

রোজাপালন,সাহরী,ইফতার,তারাবিহ, তাহাজ্জুদ,
রোজাদার রমজান মাসে পূন্য করে অধিক মজুদ৷
দু’হাত তুলে রোজাদার সব পাপের চায় প্রভুর সনে ক্ষমা,
রোজাদারের জন্য রমজান মাস এক অতুলনীয় উপমা৷

রোজাদার রোজা রেখে বলে না কভু মিথ্যা কথা,
খারাপ চরিত্র,আচরণ মুছে যায়,কাটে শত অলসতা৷
ধৈর্য্যশীল,পরমসহিষ্ণু ও পরিশ্রমী হয় রোজাদার,
নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলিত হয় জীবন,দূরে যায় আঁধার৷

রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানে রোজাদার,
অনুভব করে হারে হারে গরীব অসহায়ের যন্ত্রণা
কত যে ক্ষুধার৷
বাকী এগারটি মাস চলে নিয়ে শিক্ষা রমজানের রোজা থেকে,
আলোকিত করে চারিদিক,
রোজাদার দয়ার হাত বাড়ায় অসহায়ের দিক ৷

আত্মিক ইবাদত করে রোজা রেখে পূর্ণ এক মাস রোজাদার,
বাহ্যিক দৃষ্টিতে দেখানো যায় না এ ইবাদতের আকার৷
জগত সৃষ্টির মালিক আল্লাহ শুধু রাখে এর খবর,
কতটুকু সত্যবাদী,কতটুকু ত্যাগী,রোজাদার কত করে সবর৷

হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা করেছেন বয়ান,
রোজা আমার জন্য রাখে, আমি দেব নিজে এর প্রতিদান৷
কাল হাশরে মহা সম্মানিত হবেন সকল রোজাদার,
রাইয়্যান নামক দরজা দিয়ে জান্নাত যাবে,
পাবে আল্লাহর দিদার৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.