কবিতা: ভালোবাসার চতুর্ভুজ

১৫৭

লেখক: সাগর হাসান মুক্তার।

তোমার মনের ভেতর কার বসতি?
কার সে বসবাস?
কোন সে পথিক হাঁটছে সেথা?
আমূল বারোমাস?

তোমার চোখের তারায় কার সে ছায়া?
কে আঁকে জলছবি?
কে লিখে এমন প্রেমের কবিতা?
কে সে উদাস কবি?

তোমার মন পুকুরে রাত দুপুরে,
কাটছে কে সাঁতার?
কে ডুবছে তোমার প্রেম সাগরে?
কোন সে অবতার?

তোমার ভাবনা মাঝে সকাল সাঁঝে,
কে উড়ায় রঙিন ঘুড়ি?
কে বানায় তোমায় নতুন করে রোজ?
কার সে কারিগরি?

কে ডাকে তোমায় বেলা অবেলায়,
করুণ বাঁশির সুরে?
কে ভালোবাসার গল্প শোনায়?
বসে নিশীথ রাতের আলোকবর্ষ দূরে!

যদি না পারো চিনতে তারে,
না পাও কোন খোঁজ?
ভালোবাসার বৃত্ত ভেঙে বানাও চতুর্ভুজ!

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.