কবিতা: ফিরে আসো

৫৫

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

নিরাশ হয়ো না করুণা হতে তাঁর,
যিনি স্রষ্টা তোমার আমার,
দিবানিশি দরবারে তাঁর চলছে কলম ক্ষমার,
যদি ফিরে আসো সঠিক পথে আবার৷

প্রকাশ্যে গোপনে জানা অজানা,
যার আছে যত পাপ,
তাঁর তরে মার্জনা চাহ,করুণা চাহ,
দয়ার দরবারে সব হবে মাফ৷

যদি ফিরে আসো চিরতরে,
পিছনের পাপের ক্ষমা চাহিয়া,
কভু করিব না আর ভুল,
কায়মনোবাক্যে নিভৃতে বলো তাঁরে কাঁদিয়া ৷

সুর্য যেদিন উদিবে পশ্চিমে,
ঘনিয়ে আসিবে মৃত্যু ক্ষণ,
ক্ষমার দরজা বন্ধ চিরতরে,যতই কাঁদিবে ধরাতলে,
স্রষ্টাও রবে না সেদিন আপন৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.