কবিতা: তোমাকে যেন ভুলে না যাই

৫৭

লেখক: সাগর হাসান মুক্তার।

আমি তোমার গল্প গুলো রোজ একবার নিজেকে শোনাই,
যাতে কখনো তোমাকে আমি ভুলে না যাই।
তুমি যে আমার কত আপন ছিলে,
এক কথা বারবার মনকে জানাই।
পৌছবে না কোনদিন এ কথা জেনেও,
অসংখ্য বেনামি চিঠি লিখি তোমার ঠিকানায়।

দুঃখের ধ্বংসস্তূপ থেকে সুখের স্মৃতিগুলো বেঁছে বেঁছে
আমি হৃদয় অকপটে সাজাই,
যতই সুখে থাকি তবুও আমি তোমাকে ভেবে ভেবে
প্রতিদিন কিছুক্ষণ দু’চোখ ভিঁজাই ।
তুমিই যদি না থাক প্রেম রেখে লাভ কি ?
তাই সবকিছু ঝেড়ে মুছে হয়ে গেছি একাকী ।

আকাশটাও এতটা কাঁদেনা আর যতটা না আমি কাঁদি।
ক্ষমাহীন অপরাধে চিরতরে হয়ে গেলাম অপরাধী।
জীবন থেকে তুমি হারিয়ে গেছো
তবু মন থেকে কখনো হারাতে দেবো না।
আমি যদি কোনদিন মরেও যাই,
তারপরেও একটিবারের জন্য তোমাকে ভুলে যাবো না।

এমন করে বুকে গেঁথেছি তোমায়,
পৃথিবীর আর কেউ জানবে না।
সব অধিকার তুমি ফিরিয়ে নিয়েছে জানি,
তবুও ভালবাসার অধিকারটুকু কেড়ে নিতে পারবে না।
বিরহি মাঝরাত জানে আমার কত ব্যাথা,
কেন আমি রাত জেগে লিখি কবিতা?

আমি আকাশটাকেও তোমার কথা বলেছি,
আমি চাঁদটাকেও তোমার গল্প শুনিয়েছি,
আমি তোমায় নিয়ে অসংখ্য বিরহের কবিতা লিখেছি,
কারণ একটাই,
তোমাকে যেন কখনও ভুলে না যায়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.