কবিতা: খাঁটি প্রেম

১৩৬

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

মন অতলে তোর বঞ্চনা
কাঁদায় আমায় বারে বারে,
সুখের লাগি প্রেম করিয়া
দুঃখ পেলাম নীড়ে৷

কত কষ্ট পেলাম আমি
রোদ বৃষ্টি ঝড়ে,
আগুন পানি এক করিলাম
তোরে পাওয়ার তরে৷

সেই তুই মন ভাঙ্গিয়া
হাত ধরলে কার,
তোর ধরাতে থাকব না আর
সময় হল যাবার৷

থাক থাক তুই সুখে থাক
আমায় স্বরিস না,
নয়া প্রেমের হাতটা ধরে
ঘুরে বেড়া যামানা৷

আমিও তো থাকব সেথায়
তোরি অপেক্ষায়,
আমি দেখব কার প্রেম খাঁটি ছিল
কে কাকে পায়৷

শিরি-ফরহাদ,লাইলী-মজনু,ইউসুফ-জুলেখা
গড়ছে প্রেমের ইতিহাস,
শাহজাহান মমতাজের লাগি বানাইছে তাজমহল,
তুলে ধরতে প্রেম রাস৷

আমি তোর লাগিয়া এক জীবন
করলাম উৎসর্গ,
তোর আমার দেখা হবে
ঊর্ধ্বলোকের স্বর্গ বাস।

ছবি: তন্দ্রাময়ী।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.