কবিতা: ঈদের পর

৩৯

কবি মোঃ সাইফুল ঈসলাম শামীম(কৃষিবিদ)

ঈদের পর মহা আনন্দের ক’দিন,
সবাই ব্যস্ততায় কাটায় দিন৷
ছোট ছোট শিশুরা করে হৈ চৈ,
ছুটাছুটি খেলাধুলা,খুশিতে রৈ রৈ৷

যুবক যুবতীর সাজগোজে নেই কমতি,
নতুন নতুন পোশাকে, ভঙ্গিটাও অতি৷
সারা বেলা ঘুরে বেড়ায় হয়ে অতিথি,
আড়ালে আড়ালে খোঁজে জীবন সাথী৷

বৃদ্ধ বৃদ্ধার বয়স কি আর আছে তাই?
তবু খোঁজে সুখ, অবসন্নতাটুকু আজ নাই৷
নিরিবিলি নির্জনে একটু আড়াল হয়,
নিজ থেকে অতিথি আপ্যায়নেও শান্তি পায়৷

শহরগুলো হয় নিরব,ফাঁকা, যতদূর যায় দেখা,
পল্লীর বুকে ঈদের আনন্দে মিশে হয় থাকা৷
কত দিন হয় না দেখা মাতা পিতা আপনের সাথে,
ঈদ আসিলে শহর ছেড়ে ছুটে দিন কিবা রাতে৷

ভাইবোন,খালা মামা চাচা চাচী শ্বশুর শ্বাশুড়ি,
যার যেথায় আত্মীয়তা ছুটে তাদের বাড়ি৷
ঈদের পর ক’দিন বিয়ে সাদীর লাগে ধুম,
রাত দিন আনন্দ,চোখে থাকে না ঘুম৷

ঈদের পর ক’দিন মোড়ে মোড়ে ভিন্ন চিত্র,
শহর কিবা পল্লী প্রতীক্ষিত দেখায় শত্রুও হয় মিত্র৷
কুশল বিনিময়, কোলাকুলি জমে উঠে খেলামেলা,
চা টা এটা সেটা গল্প স্মৃতি আওড়ায়ে ভাল যায় বেলা৷

সুখ সুখ মৌ মৌ করে চারিদিক,
ছুটে চলে মন পাখি সকলের দিগ্বিদিক৷
ছেলে বুড়ো সবাতে বহে ঈদ আনন্দ,
এক সাথে বসে সবে নেই কোন দ্বন্দ্ব৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.