কবিতা: আত্মঘাতী করোনা

৫০

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

আত্মঘাতী করোনায় সর্বস্বান্ত নিরস্ত,
গোটা বিশ্বের মানুষ শংকিত, দিশেহারা,
কোথাও নেই বিন্দুসম শান্তি,নেই সুখ ছায়া,
বাতাসের নিঃশ্বাসও আজ ভয়ে আত্মহারা৷

প্রহরে প্রহরে মৃত্যুর সংবাদ,দেখছি স্বচক্ষু মেলে,
লাশ আর লাশ,আত্মঘাতী করোনায় মৃত্যুর লাশ,
কান্না,চারিদিকে কান্নার আহজারি,
মৃত্যুর মিছিলে আকাশ বাতাস ভারি,দীর্ঘশ্বাস৷

কোথায় নেই!সব খানেই তার অবাধ বিচরণ,
এনেছে সর্বনাশ, হরণ করছে তাজা তাজা প্রাণ,
আর্তনাদ,আর্তনাদ! হাহাকার,আহাজারি!
করোনার ভয়ে জনজীবনে বইছে আনচান৷

ঘাবড়ে গেছে রতি থেকে মহারতি সব জ্ঞানীগুণী,
থামিয়ে দিয়েছে অহংকার হিংসার সকল দম্ভ,
আলো থেকে আঁধার,গোটা বিশ্বে আধিপত্য,
টেনে ধরেছে গতি,ভাঙ্গছে মানবতার আবহমান স্তম্ভ৷

কি সাংঘাতিক,ভয়ানক,চমকে উঠে প্রাণ,
নিত্য নতুন রূপ তার— অনুসম একরত্তি ভাইরাস,
মানুষে মানুষের মেলবন্ধনও আজ শ্বাসরূদ্ধ,কারাবন্ধ,
গ্রাম,শহর কিবা রাজা বাদশাহ পাঁচিল ঘেরা প্রাসাদেও গতি হ্রাস৷

অদৃশ্য শক্তিতে শক্তিমান,অদৃশ্য গতিতে গতিশীল,
কেউ নেই অচেনা,কাউকে ছাড়ে না,মানছে না হার,
আজও তার শাসনের নেই কোন উত্তম হাতিয়ার,
আত্মঘাতী করোনা ধ্বংস করছে গোটা বিশ্ব,
আলো থেকে আঁধার৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.