কবিতা: অভিশপ্ত ইবলিশ

১০৩

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

ইবলিশ তো প্রতিজ্ঞা বদ্ধ,
মাটির মানুষকে কু পথে করবে আবদ্ধ,
পার্থিব সুখ আর জৌলশ মুখী,
লোভের ফাঁদে ফেলে করবে প্রভু বিমুখী৷

ইবাদতে সবার ঊর্ধ্বে ছিল নামী দামী,
অহমিকায় পর্যবসিত হয়েছে চিরতরে জাহান্নামী,
মাটির মানুষকে সেজদায় হতে বলে অবনত,
অস্বীকারে প্রভু তাকে জান্নাত হতে চিরতরে করে বিতারিত৷

যাবার বেলা কিছু উপঢৌকন চায় প্রভুর কাছে,
কেয়ামত অবধি হায়াত,
রন্ধ্রে রন্ধ্রে কু কর্মে থাকবে আদমের পাছে,
যেদিকেই যায় মাটির মানুষ সুকর্মে বন্ধ চার পথ,
যার জন্য বিতারিত তাকে জাহান্নামী করবেই
ইবলিশের কঠিন শপথ৷

তাই তো ইবলিশ মাটির মানুষের চিরদিনের দুষমন,
ধর্ম কর্ম সকল কাজে বদ নেক উভয়ে ধোঁকায় রাখে সারাক্ষণ,
পাপে তাপে অভিশপ্ত ইবলিশ গড়িয়ে দিতে চায় পাহাড়,
কোন কিছুতেই আদম সন্তানকে প্রতীজ্ঞা বদ্ধ দিবে না ছাড়৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.