কঠোর হুশিয়ারী দিলেন মাশরাফি

৪৩

মোঃআল-আমিন,ডেস্ক রিপোর্ট: নড়াইলে দীর্ঘদিন ধরে চলমান একটি গ্রাম্য সংঘাতের সমাধানের সময় সংঘাত সৃষ্টিকারীদেরকে কঠোর হুশিয়ারী প্রদান করেন নড়াইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এমপি। তিনি এলাকার সাধারন জনগনকে এইসব সংঘাত সৃষ্টি না করার আহ্বান জানান।

মাশরাফি বিন মুর্তজা বলেন, যে কথিত নেতাদের ইন্ধনে এইসব সংঘাত সৃষ্টি করেন নেতারা আপনাদের কি দেয়?
তিনি তার নিজের উদাহরণ দিয়ে বলেন, ধরেন আমি আমার কথায় আপনারা এইগুলা(মারামারি) করতেছেন। আমি কি আপনাদের খাইতে দেই ? পড়তে দি ? ছেলে-মেয়েদের পড়াশোনা করাই ? হাসপাতালে ভর্তি করাই ? তাহলে আমি কিসের নেতা?
আমার কথায় আপনি আরেক জনকে মেরে ফেলবেন,কেস-কাচারি খেয়ে দেউলিয়া হবেন, আর যেই নেতাদের কথায় এগুলা করবেন তারা তামাশা দেখবে।

তিনি তার আসনের লোকদেরকে বলেন যে, এইসব নেতাদের ইন্ধনে মারামারি না করতে। মারামারি করলে যার যার শাস্তি তাকেই ভোগ করতে হবে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.