কঠোর লকডাউন

২৯

-কবি সাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

বেসামাল,বেহাল দশা,
বাঙালী বলে কথা,
সামনে আসছে কঠোর লকডাউন,
রাত পোহালেই রাস্তায় ভিড়,
ছুটছে মানুষ যেথাসেথা৷

বাঙালী যে নয় ভীরু জাতি,
প্রমাণ করল আবার,
করোনার ভয়ে বিশ্ব যেথায় ধরাশায়ী,
বাঙালীর মৃত্যুর মিছিলেও জয়,
মনে ভয় নেই আর৷

আড্ডাটাও জমে বেশ ভাল আজও,
রেঁস্তোরা অফিস কিংবা অলিগলি হাটবাজার,
মাস্ক আর দুরত্বের তোয়াক্কা তো করেই না!
বাঙালী!সব কিছুতে গা ছাড়া ভাব,
আলো কিংবা আধাঁর৷

আজও তারা মেতে উঠে হুজুগে,
ভীড় করে গুজবে,
বেসামাল বাঙালি জাতি,
কঠোর লকডাউনে না মানলে নির্দেশনা,
রাস্তা ঘাটে মরবে,পরে বুঝবে৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.