এলো বৃষ্টি

৯৯

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)।

আজ বৃষ্টিটা এলো খুব ভোরে,
রিমঝিম রিমঝিম হচ্ছে শব্দ,
নৃত্যের তালে বাজছে জোরে,
উষ্ণতায় প্রকৃতিটা ছিল জব্দ৷

নদী—নালা খাল—বিল হাওর—বাওর,
জনপদ পশুপক্ষী বলছে আকাল,
চারিদিকে নাভিশ্বাস,মাসটি আষাঢ়,
কচি লতাপাতা বলছে, হয়েছি নাকাল৷

সকল প্রাণ চাহিয়াছে আকাশ পানে,
রৌদ্রতাপে দেহে লেগেছে ঘামের গন্ধ,
প্রতীক্ষিতরা ভাবছে তুমি অবসানে,
আজ ভোরে এসে মিটিয়েছ দ্বন্ধ৷

বৃষ্টি,বড়ই প্রত্যাশিত ছিলে তুমি,
সব ভুলে আপন করে এলে,
প্রাণ ফিরে পেল আজ ভুমি,
বৃষ্টি,তুমি রূপ নিলে জলে৷

তুমি এলে যেন হলদে রূপবতী,
তৃষ্ণায় যুবকের ছিল তোমাতে দৃষ্টি,
ঘোমটা দিয়েছে লজ্জায় লজ্জাবতী,
আজ ভোরে এলে তুমি বৃষ্টি৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.