এভাবেই চলে যাবে সময়

৬৩

লেখক: সাগর হাসান মুক্তার।

এভাবেই চলে যাবে সময়!
তোমার আমার বয়স বাড়বে,
দুশ্চিন্তা বাড়বে,
নতুন নতুন অসুখ এসে দানা বাঁধতে থাকবে দেহে।
হয়তো দুজন দুজনকে ভুলেও যাব একসময়।

দেয়ালের প্লাস্টার গুলো ঝুর ঝুর করে পড়তে থাকবে,জানালার গ্রিলে ধরবে মরিচা,
রাতের চাঁদ, দূরের তারা
কিছুই আর দেখা হবে না তেমন করে।

কারণ চোখের দৃষ্টি তখন ক্ষীণ হয়ে যাবে,
রাতের পর রাত জাগবো,
কিন্তু কবিতা লেখার জন্য নয় বুকের ব্যাথা
আর শ্বাসকষ্ট সঙ্গী করে।

এভাবেই চলে যাবে সময়!
আবেগও আর ততোটা কাঁদাবে না
তখন যতটা না কাঁদাবে বাতের ব্যথা।

গোলাপের পাপড়ি ছেঁড়া খামে পুরে
তোমাকে আর কখনোই চিঠি লেখা হবে না,
হবেনা টেলিফোনেও আর কোন কথা।

এভাবেই চলে যাবে সময়!
বুক ভরা ব্যথা নিয়ে পড়ে থাকবো
অথচ তুমি এসে মাথায় হাত বুলাবে না।

চার দেয়ালে বন্দি হয়ে যাবে আমার সমস্ত পৃথিবীটা;
তুমি কেমন আছো জানার জন্য
ছটফট করলেও তা জানা যাবে না।

সেই পুরনো রাস্তাঘাট,ল্যাম্পপোস্টের নিয়ন আলো,
সেই চেনা শহর সবই থাকবে একই রকম আগের মতই শুধু তোমার আমার আর পাশাপাশি হাঁটা হবে না।

একই হৃদপিণ্ডটা বুকের ভিতরে নিয়ে বয়ে বেড়াবো কিন্তু সেখানে ভালবাসার পরিবর্তে জমা হতে থাকবে হার্টের অসুখ,
তোমাকে ঠিক কতটা ভালবাসতাম হয়তো আর মনেই রবে না।

আর এভাবেই চলে যাবে সময়।
বেঁচে থাকবো দুজনই,
কিন্তু আমাদের আর কোনদিন দেখা হবে না।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.