এবার ভয়াবহ অভিযোগ নিয়ে বিড়াল আটক

১৭

আহম্মেদ শাকিল,স্টাফ রিপোর্টার: অবাক করা বিষয় হলেও সত্যি যে কারাগারে কয়েদীদের কাছে মাদকদ্রব্য সরবরাহ হয়। বিভিন্ন দেশেই মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। সেই সঙ্গে অপরাধীও আটক হয়ে থাকে।সম্প্রতি এমন ঘটনা ঘটেছে উত্তর আমেরিকার দেশ পানামায়।

কিন্তু কারাগারে মাদকদ্রব্য সরবরাহের জন্য কোনো প্রাণীকে আটকের ঘটনা এর আগে জানা যায়নি।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, শুক্রবার (১৬ এপ্রিল)দেশটির ক্যারিবিয়ান প্রদেশের এক কারাগারে মাদকদ্রব্য সরবরাহের অভিযোগে একটি বিড়ালকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানায়, বিড়ালটি কারাগারেরা ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় বিড়ালটিকে আটক করলে তার শরীরে বাঁধা অবস্থায় মাদক পাওয়া যায়। ওই কারাগারে ১ হাজার ৭ শ’রও বেশি কয়েদি রয়েছে। ওই কারাগারের প্রধান আন্দ্রেস গুতেরেস জানান, বিড়ালের গলায় একটি কাপড় বাঁধা ছিল। তাতে সাদা গুঁড়ো, পাতা, উদ্ভিজ পদার্থ দিয়ে মোড়ানো প্যাকেট পাওয়া যায়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.