একুশে পদক ২০২৪ পেতে পারেন ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশী।

৬৮

মোঃ শান্ত মিয়া, গঁফরগাও, ময়মনসিংহ। গত ২৪/১২/২৩ ইং ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীর বাসা হোছেন নগর ভিলায় তমদ্দুন মজলিস এর মাতৃভাষা পদক -২০২৩ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তমদ্দুন মজলিস প্রতি বছর ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকা পালনকারী ব্যক্তিকে মাতৃভাষা পদক দিয়ে থাকেন। ২০২৩ সালের জন্য মাতৃভাষা পদক দেওয়ার জন্য মনোনীত করেছিলেন- মাওঃ ভাষানীর ও বঙ্গবন্ধুর আস্থা ভাজন, সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম কমিটির সহ সভাপতি, ভাষা সৈনিক মোঃ হোছেন আলী খান বাদেশীকে। মাতৃভাষা পদক হস্তান্তর অনুষ্ঠানে ভারচুয়ালী বক্তব্য রাখেন- তমদ্দুন মজলিস এর সভাপতি, সাবেক কোটনৈতিক, ড. মোহাম্মদ সিদ্দিক সাহেব, তমদ্দুন মজলিস এর সাধারণ সম্পাদক মেজর (অবঃ) জামিল আহমেদ সাহেব, ঢাকা মহা নগর- তমদ্দুন মজলিস এর সাধারণ সম্পাদক- এম. এইচ সুজন মাহমুদ, তমদ্দুন মজলিস এর সদস্য, মোহাম্মদ তওহিদ খান, সহ বিশিষ্টজনেরা।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের কাছে আবেদন করেন, যেন ব্রিটিশ বিরোধী, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, দেশবীর মোঃ হোছেন আলী খান বাদেশীকে রাষ্ট্রীয়ভাবে ( একুশে পদক- ২০২৪ প্রদানের মাধ্যমে) সম্মানিত করা হয়।  বাদেশী সাহেব সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ ও তমদ্দুন মজলিস এর নেতা হিসাবে- মহান ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদান করে বিশেষ ভূমিকা রেখেছিলেন।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.