আমার দেশ

৪৬

কবি মোঃসাইফুল ইসলাম শামীম (কৃষিবিদ)।

হ্নদ মাঝারে আপন দেশের,
কোমল স্নেহের বাঁধন,
ছেড়ে দে মন একা করে,
ঘুরি সারাক্ষণ৷

বাউলা বেশে আউলা কেশে,
হারাই সোনার পিন্জরে,
এত ভালবাসি তারে,
মন ভরে না তব এ সংসারে৷

যতই দেখি তার মধুর হাসি,
মন পাগল হয় আহা রে,
বিশ্ব ভুবন ঘুরেও আমি,
দেখতে পাই না কোথাও তাহারে৷

ফুলের সুবাস যত মধুর,
তার অধিক সুবাস ছড়ায় মাটি,
আমার দেশ যে বাংলাদেশ,
খাঁটি সোনা খাঁটি৷

ছবি:মোঃ জাহাঙ্গীর আলম শান্ত।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.