আমলনামা

১০১

কবি মোঃসাইফুল ইসলাম(শামীম)

দিন তো যাচ্ছে কেটে বেশ,
খরব কি আর আছে?
দুই কাঁধে দুই ফেরেস্তা,
নিত্য দিনে কি রচে?

ভাল করি, মন্দ করি,
কার পাল্লাটা ভারি,
যার যেমন কর্ম হবে,
সে আমলনামা তারি৷

কাল হাশরে দেখবে যখন
নিজ হাতে নিজ আমলনামা,
পূন্য হলে ডান হাতে তা,
মিলবে তবে প্রভুর ক্ষমা৷

ভাগ্য দোষে কর্মফল,
যদি আসে বাম হাতে,
নিজ চোখেতে দেখবে তুমি,
সর্ষে দানাও তোলা তাতে৷

এখটুখানি থাকলে আয়ু,
হিসাব কষি আজি,
যা করেছি ভুল করেছি,
পূন্য কাজে বাজী৷

ফেলে আসা দিনের কত,
পাপ যে আছে জমা,
কুটে কুটে খুঁজে খুঁজে,
চাইব আজি ক্ষমা৷

নতুন করে পাপের কাজ,
ছাড়ব তওবা করে,
যখন তখন মৃত্যু হলে,
যেন শান্তি মিলে পরপারে৷

আমলনামাই সাক্ষী সেদিন,
কেমন ছিলাম আমি,
এক তিলও নড়বে না বিচার,
জান্নাত জাহান্নাম দিবেন অর্ন্তযামী৷

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.