আবদুস সোবহানের “রেলকারের জানালায় ” প্রকাশিত

৩১

ওমর ফারুক আহম্মদ,জেলা প্রতিনিধি,নেত্রকোণা বারহাট্টা:
নেত্রকোণা বারহাট্টার জনাব বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুস সোবহান (চাঁন ভাই), উনার লেখা মুক্তিযোদ্ধা চাঁন ভাই রেলকারের জানালায় বইটি।বারহাট্টা উপজেলা নিবার্হী অফিসার মাধ্যমে হস্তান্তর করা হয়।বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুস সোবহান জন্ম ১৫ এপ্রিল ১৯৪৮ রামপুর শেখ বাড়ি ফকিরের বাজার বারহাট্টা নেত্রকোণা।

স্হায়ী ঠিকানা ৩১/এ পীর বাড়ি, জোনাকী,উত্তর বালুচর,শিক্ষা জীবন বাউসী উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা দত্ত উচ্চ বিদ্যালয়,নেত্রকোণা,কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। রাজনীতি ছাত্রলীগ নেত্রকোণা কলেজ শাখার এজিএস।১৯৬৬-১৯৭৮ খ্রি. রায়পুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বারহাট্টা থানা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক। নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার 3rd in command (I.O). প্রথম ব্যাচ।শিক্ষকতা ১৯৭৮-১৯৮৩ খ্রি. সিঙেরকাচ হাইস্কুল ও ১৯৮৩-২০০৮ খ্রি.সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপক।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.