“আছি পাশে” ক্রিয়া ও সমাজ কল্যান সংঘঠনের সচেতনতা মূলক কার্যক্রম

৪২

মেহেদী ফেরদৌস মিদুল,বামনা প্রতিনিধি: করোনা ভাইরাস (কভিড ১৯) সংক্রমণ বৃদ্ধির ফলে সারাদেশে দ্বিতীয়বারের মতো লকডাউন ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় ধাপে (কোভিড ১৯)সামাল দিতে সরকার এর পাশাপাশি সেচ্ছাসেবী হিসেবে বামনাতে কাজ করে যাচ্ছে “আছি পাশে” ক্রিয়া ও সমাজ কল্যান সংঘঠন। এর ধারাবাহিকতায় সাত দিন ব্যাপি একটি কার্যক্রম হাতে নিয়েছে সংঘঠন।

সংঘঠন এর কাজের ধারাবাহিকতায় আজ বামনা সাহেব বাড়ি বাজার, বামনা উপজেলা পরিষদ,বামনা থানা ও বামনা সদর মসজিদের ও বামনা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হান এ করোনাভাইরাস ধ্বংসকারী জীবাণুনাশক স্প্রে করা। মানুষকে ঘরে থাকার জন্য সচেতন করা, মাক্স বিতরণ, লিফলেট বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে অনুরোধ ও ব্যাখ্যার মাধ্যমে সবাইকে সচেতন করা। মানুষকে সচেতন করার জন্য স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে।

“আছি পাশে” ক্রিয়া ও সমাজ কল্যান সংঘঠন বিগত এক বছর যাবত পিছিয়ে পরা ও বিভিন্ন সরকারি পূনর্বাসন ও বসবাস করে এমন শিশুদের বিনামূল্যে প্রথমিক শিক্ষা দিয়ে যাচ্ছে। ও তাদের সাময়িক পুষ্টির চাহিদা পূরন করার চেস্টা করছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.