অসতর্কতার কারনে বিদ্যুতের তারের সঙ্গে ঝুলছিলো লাইনম্যানের মরদেহ

২৩১

 

ফাইজুল ইসলাম,
বরিশাল সদর প্রতিনিধি

বিদ্যুৎ বিভাগের অসতর্কতায় প্রাণ হারিয়েছেন একই প্রতিষ্ঠানের লাইনম্যান। ৩০ বছর বয়সি ফয়সাল হাওলাদার নামে শ্রমিক খুঁটিতে কাজ শেষ করে নিচে নামার আগেই বিদ্যুতের সংযোগ স্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে বরিশাল শহরের রুপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানির তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে (পাওয়ার হাউস)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভেন্স বরিশাল সদর স্টেশনের কর্মীরা বিদ্যুতের খুঁটির (পোস্ট) তারের সঙ্গে ঝুলে থাকা ফয়সালের লাশ নামিয়ে আনে।

নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে।

উল্লেখ্য করা যেতে পারে, আজ সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল নগরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে মেরামত করে বিদ্যুৎবিভাগ।

ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান, সংযোগ মেরামত বা সংস্কার শেষে বিদ্যুৎ দেওয়ার ক্ষেত্রে সাবধনতা অবলম্বন করতে হয়। কিন্তু শনিবার বিকেলে তড়িঘড়ি করে বিদ্যুৎ দেওয়ায় বিয়োগান্তের ঘটনাটি ঘটেছে।

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.