অরেঞ্জ ক্যাপের জন্য ক্রিকেটারদের প্রতিযোগিতা

২৭

মো: মেহেদী হাসান আশিক,খেলা ডেস্ক: সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট গুলো দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে. এই টুর্নামেন্টগুলোর প্রতি দর্শকদের আকর্ষণ বাড়াতে দিনদিন নানা ধরনের পন্থা অবলম্বন করছে আয়োজকরা।

যেমন ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (আইপিএলে) সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের মাথায় পড়ানো হয় অরেঞ্জ ক্যাপ। খেলোয়াড়দের পুরস্কৃত করতে এ আয়োজন করা হয়েছে.আইপিএলের সর্বপ্রথম ২০০৮ সালে শন মার্শ ৬০৬ রান করে এই ক্যাপ মাথায় পরেছেন।

২০১১ সালে ৬০৮ এবং,২০১২ সালে ৭৩৩ রান করে এই ক্যাপ মাথায় পরেন ক্রিকেট দানব খ্যাত ক্রিস গেইল.আইপিএলে সবচেয়ে বেশি বিশেষ ক্যাপ জিতেছে ডেডিড ওর্নার ২০১৫,২০১৭,২০১৯ সালে.এছাড়া ম্যাথু হেডেন,শচীন টেন্ডুলকার,মাইকেল হাসি,ভিরাট কোহলি এক বার করে জিতেছেন এই ক্যাপ.তবে ভিরাট কোহলি ২০১৬ সালে ৯৭৩ রান করে জিতেছেন এই ক্যাপ যা আইপিএল ইতিহাসে এক আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রান।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.