অনুতপ্ত

১৪৩

কবি মোঃসাইফুল ইসলাম শামীম(কৃষিবিদ)

সকাল থেকে সন্ধ্যা,
সন্ধ্যা থেকে ভোর,
সর্বক্ষণই আমার থাকে ভয়,
হয় না কভু দূর৷

কখন জানি ডাকো আমায়,
যেতে তোমার দরবারে,
কিছুই তো নাই পূন্য কাজ,
লজ্জিত আমি সেই ডরে৷

গোলাম করে পাঠিয়েছ,
তোমার করতে গোলামী,
মিছেমিছি ভবের ভুলে,
সব হারালাম আমি৷

এহেন হালে গেলে আমি,
কি দেব গো জবাব,
কঠিন শাস্তি পোহাতে হবে,
সইব কেমনে অগ্নিতাপ৷

জ্বিন ইনসান তোমার সৃষ্টি,
করতে তোমার ইবাদত,
আমি ইনসান ভুলে গেছি,
হইছি আজি বিপথ৷

আজি আমার ফিরছে মন,
কোন পথেতে হাঁটছি,
এই না জগত ছাড়তে হবে,
থাকবো নাকো বাঁচি৷

আজি আমি অনুতপ্ত,
করুণা তোমার চাই,
আমায় তুমি মাফ করে দাও,
বাকী জীবন যেন সঠিক পথে আগাই৷

100% LikesVS
0% Dislikes
Leave A Reply

Your email address will not be published.