অতিরিক্ত ৬০% বাসের ভাড়া আদায় হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

৩৪

শান্তনু রায়, উপজেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ

দেশে করোনাভাইরাসের সংক্রামন আবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় (২৯ মে) হতে সব ধরনের জনসমাগম সীমিত করা সহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার।

সেখানে বলা হয়, গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী পরিবহন করা যাবেনা।

ওই নির্দেশনা পাওয়ার পর (২৯ মে) বনানীতে বিআরটিএর কার্যালয় ভাড়া পুনর্নির্ধারণের একটি বৈঠক হয়, সেখানে বাসের অর্ধেক আসন খালি রাখা ও ৬০ শতাংশ ভাড়া বাড়বে জানিয়েছেন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

কিন্তু আইন মানছে না গোপালগঞ্জের সড়ক-মহাসড়কের গণপরিবহন গুলো, প্রতিনিয়ত দূরত্ব বজায় না রেখে উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে চলছে পরিবহন গুলো।

যাত্রীদের দাবি আমরা ৬০% ভাড়া দিব কিন্তু কেন অতিরিক্ত ভীড়ের মধ্যে যাতায়াত করব।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.