অতিনাটকীয় কিছু না হলে ড্র হতে যাচ্ছে ক্যান্ডি টেস্টের ভাগ্য

৩৮

মো: মেহেদী হাসান আশিক,খেলা ডেস্ক: ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৫৪১ রান ঘোষণা করেছে বাংলাদেশ। ১১৪ রানের ওপেনিং জুটিতে দারুন শুরুতে কাজে লাগিয়েছে স্বাগতিকরা। চার উইকেটে ৪৭৪ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করে টাইগাররা রানের গতিসচল রেখে দ্রুত ফিফটি তুলে নেয় মুশফিক এবং লিটন দাস। তুলনামূলক দ্রুত ফিফটি করার পরে ফার্নান্দোর বলে আউট হন লিটন। তাইজুল এবং মিরাজ টিকতে পারেনি বেশিক্ষণ শেষ পর্যন্ত ৫৪১ রানের ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। মুশফিক অপরাজিত ছিলেন ৬৮ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলংকার শুরুটা ছিল দারুণ ওপেনিং জুটিতে করেন ১১৪ রানের পার্টনারশীপ। কিন্তু শেষ পর্যন্ত ৬৮ রান করেই মিরাজের শিকার হন থ্রীমানি এরপর তাসকিনের বলে ক্যাস আউট হন ফার্নান্দো এবং তাইজুলের বলে বোল্ট আউট হন মেথিউস ।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান । অতিনাটকীয় কিছু না হলে ড্র হতে যাচ্ছে ক্যান্ডি টেস্টের ভাগ্য।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.