৮০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৭

মোঃমোকসেদুর রহমান, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৭নং চিলারং ইউনিয়নের আরাজী পাহাড় ভাঙা গ্রামে এক শিশুকন্যাকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের সিরাজুল ইসলাম (বাতাসু) (৮০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে।

গত রবিবার (২২ নভেম্বর) বিকালে চিলারং ইউনিয়নের ৫নং ওয়ার্ড আরাজী পাহাড়ভাঙা গ্রামের (উদগাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার এসআই রবিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির পিতা মারা যাওয়ার পর থেকে পরিবারটি অনেক অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করেন। এই সুযোগে বৃদ্ধ সিরাজুল ইসলাম (বাতাসু) এর আগে ঐ শিশুকে আরও ৩বার ধর্ষণ করেন। বাতাসু ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নাসিরুল ইসলামের সম্পর্কে চাচা হওয়ায় ইউপি চেয়ারম্যানকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে ব্যাপার টি মীমাংসা করে দেয়।

একই কায়দায় গত ২২ নভেম্বর বিকালে শিশুটিকে বাড়িতে একাই পেয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং শিশুটি ঐ সময়ে চিৎকার করলে বৃদ্ধ বাতাসু পালিয়ে যায় এবং কাউকে না বলার জন্য তার হাতে ২ টাকা ধরিয়ে দেয়। মেয়ের মুখে ঘটনা শুনার পর মা বুধি বেগম মেম্বার,চেয়ারম্যানের কাছে বিচার না পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শিশুটির মা বুধি বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী ২ বছর আগে মারা যায়। আমি ৩ মেয়েকে নিয়ে খুব কষ্ট করে দিন পার করতেছি। সারাদিন মাঠে কাজ করি এই সুযোগে বৃদ্ধ বাতাসু আমার শিশুকে এর আগে ৩বার ধর্ষণ করেছে। আমি বিচার পাইনি।আবার গত রবিবার আমার বাচ্চাটাকে ধর্ষণের চেষ্টা চালাই। নাসিরুল মেম্বারের কাছে ধর্ষকের বিচার চাইতে গেলে তিনি আমাকে বাজারে অকথ্য খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে পুলিশের কাছে গেলে তোর হাত কেটে নিবো। তোর মাথা আর দেহ দুভাগ করে দিবো ওভাবে বিভিন্ন ভাবে ভয় ভীতি ও হুমকি দেয়। ৪ বার কেন প্রয়োজন হলে আরও ধর্ষণ করা হবে। আমি দেখবো কোন পুলিশ আসে বিচার করতে। এবং এসপির মাকেও খারাপ ভাষায় গালিগালাজ করে বলে জানান বুধি বেগম।

ইউপি সদস্য মোঃ নাসিরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কথা বলতে রাজি হয় নাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, ঘটনার কোন কিছুই আমি জানিনা এই ব্যাপারে আমার কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসে নাই। ঠাকুরগাঁও থানা থেকে পুলিশ এসেছিল তখন আমাকে ডেকেছে এবং আমি গিয়েছিলাম।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.