৫ কেজি গাজা সহ পিতা-পুত্র গ্রেফতার

৫৩

মোঃ তরিকুল ইসলাম,কাউখালী,ফিরোজপুরঃ ফিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চিরাপাড়া গ্রামের আলম হাওলাদার (৫০) ও তার পুত্র নাসিম ওরফে রেজাউল (২০) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সোমবার গভীর রাতে চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন আসামী আলম হাওলাদার এর বাড়ীর রান্না ঘরের ১০ফুট দূরে বালুর নীচে রাখা তিনটি সুইটি বিস্কুটের টিনের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে মামল নং- ১২, তারিখ ২৪.১১.২০২০।

মঙ্গলবার সকালে আসামীদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও নাসিম ওরফে রেজাউল এর বিরুদ্ধে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.