ডেস্ক রিপোর্টঃ নির্বাসন থেকে ফিরে হাঁসি সাকিবের মুখে,
সাকিব আল হাসান ফিরেই চেপে ধরলেন বরিশাল কে। নির্ধারিত ২০ ওভারে শেষে বরিশালের সংগ্রহ ১৫২/৯।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে দলীয় সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে আউট হয়েছেন। করেন ৪২ বল খেলে পারভেজ হোসেন ইমন যাহাতে ছিলো চারটি ৬ ও ৩ টি চার, তামিম ইকবাল খান ১৫ বলে ১৫ , মিরাজ ১ বলে 0, আফিফ হোসেন ৩ বলে ২,ইরফান শুক্কুর ১১বলে ১১,তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রান, মাহিদুল ইসলাম অঙ্কন ১০ বলে ৩ ছয়ে ২১ রান করেন। আমিনুল ইসলাম বিপ্লব ৩ বলে ৫, সুমন খান ২ বলে ০, তাসকিন আহমেদ ৫ বলে ১২,কামরুল ইসলাম রাব্বি ৩ বলে ২,শহিদুল ইসলাম ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন। শফিউল ইসলাম ৪ ওভার ২৭ রানে ২ উইকেট নেন। হাসান মাহমুদ ৪ ওভারে ৪৫ রানে ২ উইকেট নেন।
সাকিব আল হাসান ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নেন।
১৫৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে,পাওয়ার প্লেতে খুলনার ৩৬ রান সংগ্রহ ৪ উইকেট এরমধ্যে তাসকিনের শিকার এনামুল-হক-বিজয় ১ চারে ৩ বলে ৪, ইমরুল কায়েস ২ বলে ০, মাহমুদুল্লাহ রিয়াদ ৩ চারে ১৬ বলে ১৭,সুমন খানের শিকার সাকিব আল হাসান হওয়ার আগে ২ চারে ১৩ বলে ১৫,জহিরুল ইসলাম ১ ছয় ৩ চারে ২৬ বলে ৩১ রান করেন।
আরিফুল হক, শামীম হাসান বেটে জয়ের সম্ভাবনার জাগিয়ে ছিলো খুলনা। ১৭.৫ সুমন খানের দ্বিতীয় শিকার হন শামীম হাসান প্রান্ত আগলে রেখে ধীরগতিতে ব্যাট করে যাচ্ছিলেন। আরিফুল হক ৩ বলে ৪ ছয় ২ চারে ৪৮* ১ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। শহিদুল ইসলাম ৭ বলে ৮*,সুমন খান ৪ ওভারে ২২ রানে নেন ২ উইকেট, তাসকিন আহমেদ
৪ ওভারে ৩৩ রানে নেন ২ উইকেট, মেহেদি মিরাজ ৩.৫ ওভারে ৩৬ রানে নেন ১ উইকেট।
কামরুল ইসলাম রাব্বি ৪ ওভারে ২৬ রানে নেন ১ উইকেট।
খেলার আপডেট পেতে সাহসী কন্ঠের সাথে থাকুন।