৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১।

২২

মোঃ রেশাদুল হক, পটুয়াখালী প্রতিনিধিঃ শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে সহজবােধ্য করা এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে প্রতিবারের মতো এবারও সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১। ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; বীর মুক্তিযোদ্ধা জনাব ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, পটুয়াখালী; পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি জনাব মােঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী; জনাব লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. এফ.এম. আতিকুর রহমান এবং সভাপতিত্ব করেন জনাব ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.