মোঃ ইকরামুল হক রাজিব,খুলনাঃ অতিথি পাখি শিকার আর নয় এ শ্লোগান কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশ। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে, পুলিশ পরিদর্শক জনাব সোমেন দাস, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর এর নেতৃত্বে এসআই(নিঃ),মোঃ আব্দুল মালেক সংগীয় এসআই(নিঃ),মোঃ আরিফুল ইসলাম সহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা কালে,মুড়লীর মোড় হতে ২০ (বিশ) টি অতিথি পাখি সহ আসামী উত্তম বিশ্বাস, পিতা-নৃপেন বিশ্বাস, সাং-সুন্দলী, পোষ্ট- সুন্দলী, থানা-অভয়নগর, জেলা-যশোরকে আটক করে এবং তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, যশোর সদর, যশোর এর নিকট সোপর্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, যশোর সদর, যশোর উক্ত আসামীকে বন্য প্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮(২) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করেন এবং পাখি গুলোকে যশোর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।