আল আমিন স্টাফ রিপোর্টার দৈনিক কন্ঠ ২৪.কম
১৪ ই ফেব্রুয়ারী বিশ্বের সকল দেশের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে অাসছে ভ্যালেন্টাইন ডে। তবে এদিন বিভিন্ন পার্ক, কফিসপ ও চাইনিজ রেস্টুরেন্ট গুলোতে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে উঠতি বয়সী বিপথগামী তরুণ তরুণী।
অনেক ক্ষেত্রে দেখা যায় কোচিং বা প্রাইভেট এর নাম করেও অনেকে এসব স্থানে সময় দেয়।
এতে উঠতি বয়সী বিপথগামী তরুণ তরুণীর নৈতিক অবনতি র পাশাপাশি সমাজে সৃষ্টি হয় অশ্লিলতা ও পাপাচার।
সচেতন মহল এর প্রত্যাশা ১৪ ফেব্রুয়ারী কোচিং প্রাইভেট বন্ধ থাকুন। এবং অভিভাবক গণ সেদিন ছেলে মেয়ে দের উপর নজর রাখুক