আল আমিন,পঞ্চগড়ঃ বাংলাদেশে চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ আখচাষী ফেডারেশন এর যৌথ উদ্যোগে ০৫ দফা দাবি আদায়ের লক্ষে আজ ২৮ নভেন্বর বেলা ১১টায়, পঞ্চগড় চিনিকল মিলগেট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
০৫ দফার দাবি সমুহঃ
০১. চলতি আখমাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকল সহ ১৫ টি চিনিকল চালু রাখতে হবে।
২. আখচাষী দের আখেরমূল্য পরিশোধ করতে হবে।
০৩.আখ চাষের প্রয়োজনীয় সার বীজ, সরবরাহ করতে হবে।
০৪. শ্রমিক কর্মচারী দের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে।
০৫. অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী দের বকেয়া পাওনা পরিশোধ করতে হবে।
দূর্নীতি, ভুলনীতি সহ নানা কারণে লোকসানে পঞ্চগড়ের একমাত্র বৃহৎ ও রাষ্ট্রায়ত্ত পঞ্চগড় চিনিকল। চিনিকল বন্ধ হলে প্রতোক্ষ ভাবে কর্মহীন হবে ৪০০ শ্রমিক ও পরোক্ষ ভাবে প্রভাব পরবে গোটা পঞ্চগড়ের অর্থনীতিতে।