“হ্যান্ড অফ গড”মেসি!

৩০

ডেস্ক রিপোর্,জিয়ারুল ইসলাম জিয়াঃ ডিয়েগো ম্যারাডোনার পথে হাঁটতে গিয়ে মেসি হাত দিয়ে গোল করে হ্যান্ড অফ গড’ হতে চেয়েছিলেন ওসাসুনার বিপক্ষে। খেলার 29 মিনিটে ব্রেথওয়েট এর বারানো বল হাত দিয়ে স্পর্শ করে গোল করতে চেয়েছিল কিন্তু হাতের স্পর্শ লাগেনি।

এতেই ভাইরাল হয়ে যায় মেসি। কারণ ম্যারাডোনার হাত দিয়ে গোল করেছিলেন হয়েছিলেন সারাবিশ্বে ভাইরাল, ইতিমধ্যেই ম্যারাডোনা উপরে চলে গেছেন। কিন্তু তাকে স্মরণ করিয়ে দিলেন মেসি ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে পর্যালোচনা। তারমধ্যে ম্যারাডোনার উত্তরসূরি স্বদেশী বিস্ময় বালক নিওলেন মেসি, ম্যারাডোনার মতোই ভাইরাল হয়েছেন। এই খেলায় 4-0 গোলে ওসাসুনাকে কে হারায় বার্সেলোনা

50% LikesVS
50% Dislikes
Leave A Reply

Your email address will not be published.