আল আমিনঃ সম্প্রতি ‘বাবুখাইছো ” শিরোনামে একটি গান করেন হিরো আলম, যা ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয় এবং স্যোসাল মিডিয়ায় ব্যাপক অালোচনায় পড়েন হিরো অালম। গতকাল তিনি তার অফিশিয়াল ফেইসবুকে পেইজে একটি লাইভ ভিডিও তে বলেন অনেকে গান করে ভাইরাল হতে চেস্টা করেন, যাদের কন্ঠ মেধা অামার চেয়ে ভালো কিন্তু নহ না।
আমার গান ভাইরাল হওয়াতে আমি অাশাবাদি এবং শ্রীঘ্রই আমি অ্যালবাম নিয়ে আসছি। ফেইসবুকে ব্যাপক ভাইরাল হলেও সাহসি হিরো অালম সহ বেশ কয়েকটি সিনেমা তার সুপার ফ্লপ করে।
হিরো আলম আলোচনায় থাকতে সিনেমা, রাজনীতি, সমাজসেবা, মডেলিং সহ নানা কর্মকান্ড করলেও, এই প্রথম তিনি গান গাইলেন ।
ধারণা করা হচ্ছে তার গান দর্শক চাহিদা না থাকলেও ভাইরাল হবে।