টঙ্গী থেকে রওনক হাসান : দেশের শীর্ষ শিল্প গ্রুপ হামীম গ্রুপ এর টঙ্গী জোনের সাবেক সিনিয়র নির্বাহী পরিচালক মেজর মইন উদ্দিন স্যারের মৃত্যুেতে টঙ্গী জোন এ তার প্রিয় কর্মস্থান ওয়াশিং এন্ড ডায়িং লিঃ বিশেষ দোয়া ও মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল এ উপস্থিত ছিলেন হামীম গ্রুপ এর পরিচালক মোঃ সাজিদ স্যার।
নির্বাহী পরিচালক কর্নেল মিজান স্যার, নির্বাহী পরিচালক মোঃশরিফ স্যার, নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান,ক্যাপ্টেন আজিমউদ্দিন ট্যাকনিক্যাল জি এম জামাল হোসেন, ইঞ্জিনিয়ারিং জিএম মিজানুর রহমান খাঁন স্যার সহ সকল কর্মকর্তা কর্মচারী গন।
দোয়া মাহফিল এ সৃতিচারণ করে আজিম উদ্দিন স্যার বলেন মেজর মইন স্যারের মৃত্যু আমাদের অভিভাবক শূন্য করে দিয়েছে, তার অবদান আমরা মনে রাখবো, সকলে তার জন্য দোয়া করবেন।
সবশেষে মোনাজাত ও মিষ্টি বিতরন এর মাধ্যমে অনুষ্ঠান শেষ করে করে মাওলানা সাহেব।