হাতিয়ার বিশিষ্ট ব্যবসায়ি মাহমুদুল আালী রাতুল সাহেব লাইফ সাপোর্টে।
আমির হোসেন, হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলার বিশিষ্ট শিল্পপতি জে.এম এস.গ্রুপের চেয়ারম্যান, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সমাজ সেবক মামুদুল আলী রাতুল সাহেব করোনা আক্রান্ত হয়ে ঢাকায় অ্যাপোলো হসপিটালে লাইফ সাপোর্টে আছেন।
মাহমুদ আলী রাতুল সাহেবের পরিবার হাতিয়া সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন । যাতে তিনি সুস্থ হয়ে দেশের মানুষের সেবা করতে পারেন। রোগ মুক্তির জন্য হাতিয়া এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়।
শহীদ মোস্তফা আলী দুলাল সৃতি সংসদের উদ্যোগে গত কাল চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
গত ৩০ই মার্চ তার করোনা ভাইরাস ধরা পড়ে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার তার শাররিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা এপোলো হসপিটালে আইসিইউতে স্থানান্তর করা হয়।
জরুরী “ও পজিটিভ” রক্তের ৪ ব্যাগ প্লাজমা দরকার!বিগত ৭ দিন আগে যাদের করোনা নেগেটিভ এসেছে এই রকম রক্তদাতাদের কাছ থেকে প্লাজমা দরকার। আস করি কোন মহৎ ব্যক্তি এগিয় আসবেন।
মানুষ মানুষের জন্য।