হাটহাজারী প্রতিনিধিঃ বিগত আজ রাতে ও হাটহাজারীর গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের জোড় পুকুর পাড়ের বাজারের দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।
বলাবাহুল্য,মাস দেড়েক আগেও গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন দোকানে চুরি সংঘটিত হওয়ার কারনে অত্র ৯ নং গড়দুয়ারা ইউনিয়নের সকল জনসাধারণের জান মালের নিরাপত্তার সুবিধার্থে আজকের পর থেকে ডঃ শহীদুল্লাহ্ একাডেমির সামনে রাত্রিকালীন চেকপোস্ট বসানো এবং ডিউটি বন্টন করার সাথে নামের তালিকা দেওয়া হলো।
আজকের পর থেকে যদি গড়দুয়ারা ইউনিয়নের কোন বাজারে বা বাড়িতে চুরির ঘটনা ঘটলে তাহলে চৌকিদারদের সাথে যোগাযোগ করবেন। কারন, ইউনিয়ন পরিষদের সামনে চেক পোষ্ট দেওয়া হয়েছে এবং রাতে চৌকিদারগণ সেখানে পাহারায় থাকে।